বাংলা নাম : আসামি শামুক খোর সাপ
ইংরেজী নাম : Assam snail eater snake
বৈজ্ঞানিক নাম : Pareas monticola
দেশের অন্যতম বিরল প্রজাতির নির্বিষ সাপ
আসামি শামুক খোর সাপ সম্পর্কে প্রথম Theodoer E. Canton আসামের নাগা হিলস থেকে বর্ণনা করেন ১৮৩৯ সালে এবং সাপটির প্রধান খাদ্য শামুক তাই সাপটিকে ইংরেজিতে Assam snail eater বলা হয় , ইংরেজি নামের সাথে মিলিয়েই সাপটির বাংলা নাম রাখা হয় শামুকখোর সাপ বা আসামি শামুক খোর সাপ। এটি pareidae পরিবারের অন্তর্ভূক্ত।
ইংরেজিতে এর আরও কিছু নাম পাওয়া যায় Common snail eater,common slug snake, snail eating snake ।

এই সাপটি লোকালয়ে দেখতে পাবার মতো সাপ নয়, কারণ এদের বাসস্থান হলো গভীর/অগভীর পর্বত পাদদেশীয় বনভূমি। এদের এরূপ নাম দেখেই বোঝা যাচ্ছে যে এরা গেরি গুগলি শামুক ইত্যাদি খেয়ে থাকে। সাপটি নিশাচর, সন্ধ্যাবেলায় জঙ্গলের ভেতরের রাস্তায় গাড়ি চালালে প্রায় ই একে রাস্তার ওপর পাওয়া যায়। বলা বাহুল্য, জঙ্গলে বসবাসকারী সাপগুলির মধ্যে গাড়ি চাপা পড়ে মরতে সবচেয়ে বেশি এদের ই দেখা যায়।
দেখতে সুন্দর উজ্জ্বল ও চকচকে , মাঝারি দৈর্ঘ্যের সাপটি লম্বায় ৪৮ থেকে ৫২ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।অনেক সময়ে সর্বোচ্চ ৫৬ সেমি প্রজন্ত দেখা যায়। স্ত্রী সাপ পুরুষের তুলনায় আকারে বড়। দেহের আঁশ মসৃণ এবং রঙ কমলা বাদামি । দেহের উপরটায় লম্বালম্বি কালো দাগ ও নিচের অংশে হলুদ দাগ রয়েছে। মাথা প্রশস্ত, ঘাড় থেকে পৃথক। মাথার উপরে ঘন কালো ছিট ছিট ছোপ বিদ্যমান , চোখের পিছন থেকে একটা কালো রেখা ঘারে দিকে চলে গেছে । নাক বৃত্তাকার । চোখ বড় ,মনি উল্লম্বভাবে উপবৃত্তাকার ।
সভাবঃ নির্বিষ প্রজাতির সাপটি নিশাচর ও বৃক্ষচারী। খুব শান্ত স্বভাবের হলেও সাপটি নিযেকে আত্মরক্ষা করতে পছন্দ করে । কেউ তাকে উত্তেজিত করলে সে মাথা উঁচু করে ঘাড় উল্লম্ব ভাবে দেখতে অনেকটা ইংরেজি ‘S’ অক্ষরের মতো দেহ পেচিয়ে আত্মরক্ষা করার চেষ্টা করে । এক সময় উত্তেজনা কমিয়ে পালানোর চেষ্টা করে ।

খাদ্যঃ শামুক ও খোলস বিহীন শামুক এদের প্রধান খাদ্য।
প্রজননঃ বিরল প্রজাতি এই আসামি শামুক খোর সাপ সম্পর্কে তেমন কোন গবেষণা হয় নাই ।
বসবাসঃ পার্বত্য তৃণভূমি, চিরসবুজ বন এবং আধা চিরসবুজ বনে সাধারণত পানির নিকটে ছোট ছোট ঝোপঝাড়ের পাতাগুলির মধ্যে কুণ্ডলী অবস্থায় পাওয়া যায় ।
অবস্থানঃ সিলেটর মিশ্রচিরসবুজ বনে এদেরকে পাওয়া যায় ।
বৈশ্বিক অবস্থানঃ ইন্ডিয়া , চিন ও ভিয়েতনামে এদেরকে পাওয়া যায় ।
প্রকৃতিতে এদের ভুমিকাঃ সাপটি বাস্তুতন্ত্র টিকিয়ে রাখতে প্রকৃতির এক অসাধারণ ভূমিকা পালন করে থাকে ।
তথ্য: মোহাম্মদ কামরুজ্জামান বাবু
Photo: Parag P. Shinde, Prajjwal Ray
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।