লাল দুধরাজ সাপ – Banded Trinket Snake

লাল দুধরাজ সাপ Banded Trinket Snake

বাংলা নাম : দাগী / লাল দুধরাজ সাপ

ইংরেজী নাম : Banded Trinket Snake

বৈজ্ঞানিক নাম : Oreocryptophis porphyraceus

এরা নির্বিষ / Nonvenomous. এদের  নির্দিষ্ট কোন বাংলা নাম নেই, এটা দুধরাজ গোত্রের হওয়ায় এবং রঙ লাল হওয়ায় লাল দুধরাজ বলে অবিহিত করা হয়েছে তবে আমাদের দেশে এদের কোন কোন জায়গায় দাগী দুধরাজ সাপ হিসেবে পরিচিত । এটি লাল বাঁশ সাপ নামেও পরিচিত।

লাল দুধরাজ ইংরেজীতে Red Bamboo Trinket Snake / Banded Trinket Snake / Black Banded Trinket Snake নামেও পরিচিত।

ভৌগোলিক সীমানা: ভারত, নেপাল, ভূটান, মায়ানমার, চায়না, থাইল্যান্ড  এবং বাংলাদেশ।

দেখতে অত্যধিক সুন্দর এই সাপটির মাথা ছোট, তীক্ষ্ণ ও চকচকে । প্রাপ্তবয়স্কদের গায়ের রঙ লাল । লালের সাথে কালো ডোরা যুক্ত ।

নলাকার লাল রংয়ের দেহে রয়েছে কালো রংয়ের দাগ (ব্যান্ড)। সমান দূরত্বে এ দাগগুলো বৃত্তাকার আবরণে মিশে রয়েছে। কালো বৃত্তাকার দাগ গুলো ঘাড় থেকেই শুরু হয়। প্রতিটি বৃত্তাকার কালো দাগ জোড়ায় জোড়ায় (অনেকটা কমন ক্রেইটের মতো)। মাথা থেকে বৃত্তাকার দাগ (ব্যান্ড) গুলো স্পষ্ট থাকলেও লেজের আগ থেকে ধীরে ধীরে হালকা হয়ে যায় এবং একসময় পুরো মুছে যায় এই কালো বৃত্তাকার দাগ গুলো। মাথার দুপাশে চোখের সাথে মিশ্রিত সমভাবে দুটো কালো রেখা ঘাড় পর্যন্ত নেমে গেছে এবং দেহের মাঝামাঝি থেকে আবার শুরু হয়ে কালো রেখা দুটো একদম লেজের শেষ পর্যন্ত বিদ্যমান। এবং মাথার মাঝে একটি ছোট কালো রেখা আছে। এদের চোখ গুলো ছোট এবং চোক্ষুতারা (Pupil) বৃত্তাকার। এদের দৈর্ঘ্য তিন থেকে সাড়ে তিন ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে।

পাহাড়ি বনাঞ্চল বিশেষ করে চিরসবুজ রেইন ফরেস্টের ঠান্ডা ও স্যাতসেতে পরিবেশ এদের বসবাসের জন্য উপযোগী স্থান । নিচু ও সমতল ভূমি এদের বসবাস উপযোগী নয় । এই সাপ সাধারণত মৃদু আলোতে (শেষ বিকেল / ভোরবেলা) সবচেয়ে বেশী চলাচল করে । অন্যান্য সময় ভেজা পাতার স্তুপ, খড়কুটো, গাছের গুড়ির নিচে লুকিয়ে থাকে ।

খাদ্যভ্যাসঃ খাদ্য তালিকায় প্রাথমিক ভাবে ছোট ইদুর এবং অন্যান্য বন্য স্তন্যপায়ী প্রাণী রয়েছে। সম্ভব হলে ছোট ব্যঙ ও খেয়ে থাকে এরা।

লেখা: মোঃ আমিন

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।

সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *