বাংলা নাম : দাগী জলঢোঁড়া সাপ
ইংরেজী নাম : Bar Necked Keelback Snake
বৈজ্ঞানিক নাম : Fowlea schnurrenbergeri
বাংলাদেশে সদ্য আবিস্কৃত হওয়া Bar-necked Keelback (Fowlea schnurrenbergeri), এখনো কোনো বাংলা নাম দেয়া হয়নি। কবে অনেকে দাগী জলঢোঁড়া সাপ ডেকে থাকেন।

এর আগে একে জলঢোড়াঁ (Checkered Keelback, Fowlea piscator) মনে করা হতো, কিন্তু পরবর্তীতে অনেক পার্থক্যের ভিত্তিতে একে ভিন্ন প্রজাতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এই দুটি সাপই জলাময় পরিবেশে থাকতে পছন্দ করে, দুটোই এশিয়া মহাদেশে এন্ডেমিক এবং নির্বিষ।
চিকিৎসা- এরা শান্ত প্রকৃতির সাপ। লাজুক স্বভাবের হওয়ায় মানুষ দেখলে পালিয়ে যায়। তাই কামড় খাওয়ার চান্স খুবই কম। যদিও কোনোভাবে কামড় খেয়ে গেলে চিন্তার কোনো কারণ নেই৷ ক্ষতস্থানে সাবান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই হবে।

লেখা: মোহাম্মদ আসাদুল্লাহ আল নাঈম
ছবি: Asadullah Al Naiem, Adnan Alam Khan and Prajjwal Ray.
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।