বাংলা নাম : চিত্রিত বেত আঁচড়া সাপ
ইংরেজী নাম : Eastern Bronzeback Tree Snake
বৈজ্ঞানিক নাম : Dendrelaphis proarchos
বিষের ধরন: সম্পূর্ণ নির্বিষ
প্রচলিত নাম: অঞ্চলভেদে সুতানলি সাপ, বাঁশপাতালি, কঞ্চিয়া, জিংলাপোড়া, বাঁশুয়া সাপ, খড়কি সাপ, উড়ুক্কু সাপ, ফড়িঙে সাপ, পাতালত, উয়ো সাপ, উড়কাবাহা ইত্যাদি নামে ডাকা হয়।

দৈহিক বৈশিষ্ট্য: চিত্রিত বেত আঁচড়া লম্বা এবং চিকন দেহের অধিকারী সাপ। দেহের তুলনায় মাথা চ্যাপ্টা এবং বড়। চোখ বড় এবং চোখের মনি গোলাকার। সাধারণত চোখ বরাবর কালো স্ট্রাইপ থাকে যা ডর্সাল বডি পর্যন্ত চলে যায়। জিহ্বার রঙ লালচে। Dorsal এবং Ventral স্কেলের সংযোগ রেখা বরাবর একটি কালো স্ট্রাইপ লেজ পর্যন্ত চলে গিয়েছে।
দেহ বাদামি রঙের হয়ে থাকে। দেহের Dorsal স্কেলের মাঝে উজ্জ্বল নীল রঙের প্যাটার্ন লক্ষ করা যায়৷ এরা রেগে গেলে বা ভয় দেখানোর জন্য শরীরকে ফোলালে এই উজ্জ্বল নীল প্যাটার্ন স্পষ্ট ভাবে দেখা যায়। পেট হলুদাভ সাদা রঙের হয়ে থাকে। Dorsal scale মসৃণ আঁশযুক্ত (Smooth scales)।
চিত্রিত বেত আঁচড়া সাধারণত ৪ থেকে ৪.৫ ফুট লম্বা হয়ে থাকে। তবে ৫.৫ পর্যন্ত লম্বা হতে পারে। লেজ চিকন এবং দীর্ঘ। স্ত্রী সাপ পুরুষ সাপের অপেক্ষা দীর্ঘ হয়ে থাকে।
বেত আঁচড়া Diurnal অর্থাৎ দিনে চলাচল এবং শিকার করে। Arboreal অর্থাৎ বেশিরভাগ সময় এরা গাছে থাকে।
খাদ্য তালিকা: চিত্রিত বেত আঁচড়ার দৃষ্টিশক্তি অসাধারণ। দ্রুত চলাচল করা, নিজেকে নিয়ন্ত্রণ করা এবং শিকার ধরার জন্য স্পেশাল কিছু বৈশিষ্ট্যের দ্বারা ব্যাঙ, টিকটিকি, ইঁদুর এবং ছোট পাখি শিকার করে থাকে।

প্রাপ্তিস্থান: চিত্রিত বেত আঁচড়া দক্ষিণ এশিয়ার একটি পরিচিত সাপ। বাংলাদেশের সর্বত্র একে দেখতে পাওয়া যায়৷
বংশবিস্তার: এরা oviparous অর্থাৎ ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এদের প্রজনন মৌসুম। এরা সাধারণত গাছের গর্ত,ফাটল, ঘন পাতার স্তুপের নিচে ৮টা পর্যন্ত ডিম পেড়ে থাকে। ডিম ফুটে বাচ্চা বের হতে ৪ থেকে ৬ সপ্তাহ সময় লাগে। জন্মের সময় বাচ্চা সাধারণত ৬ ইঞ্চির মত লম্বা হয়।
চিকিৎসা: যেহেতু নির্বিষ সাপ তাই মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মাংসাশী হওয়ায় এর মুখে ব্যাকটেরিয়া থাকে যা দ্বারা ইনফেকশন হতে পারে। কামড়ের স্থানে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই চিন্তামুক্ত থাকা যায়। তবে সতর্কতার জন্য ডাক্তারের টিটেনাস ইনজেকশন নেওয়া উত্তম৷
লেখা: ফেরদৌস আলম
ছবি: Nasib Abdullah ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।