সবুজ ঢোঁড়া সাপ – Green Keelback Snake

সবুজ ঢোঁড়া সাপ Green Keelback Snake

বাংলা নাম : সবুজ ঢোঁড়া সাপ

ইংরেজী নাম : Green Keelback Snake

বৈজ্ঞানিক নাম : Rhabdophis plumbicolor

Green Keelback (Rhabdophis plumbicolor) বা সবুজ ঢোঁড়া হচ্ছে Colubridae পরিবারের Rhabdophis গণের একটি নির্বিষ তবে বিষাক্ত প্রজাতির সাপ।

ভারত, বাংলাদেশ, পাকিস্তান,  শ্রীলঙ্কা এবং মায়ানমারে এদের দেখতে পাওয়া যায়।

সবুজ ঢোঁড়ার দুইটি উপপ্রজাতি রয়েছে।

(i)  Rhabdophis plumbicolor plumbicolor এর বাস বাংলাদেশ,ভারত,পাকিস্তান এবং মায়ানমারে।

(ii) Rhabdophis plumbicolor palabariya এর বাস শ্রীলংকায়।

এরা সাধারণত ২ ফুট এবং সর্বোচ্চ ৩ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে।এদের দেহের গঠন কিছুটা ভাইপার প্রজাতির সাপেদের মতন।দেহ সবুজ এবং অনেক ক্ষেত্রে দেহে কালো রেখা দেখা যায়।বাচ্চা সাপগুলোর ঘাড়ে কালো ‘V’ চিহ্নের মত দাগ থাকে।

সাধারণত নিশাচর হলেও ভোরে এবং সন্ধ্যাবেলাতেও এরা সক্রিয় থাকে।পাহাড়ি এলাকার জলাভূমির আশেপাশে নিচু বনভূমিতে এদের বিচরণ বেশী।

এদের প্রধান খাদ্য হচ্ছে কুনো ব্যাঙ।এছাড়াও, ইঁদুর এবং অন্যান্য ছোট প্রাণীও এদের খাদ্য তালিকায় রয়েছে।

সবুজ ঢোঁরা ‘Oviparous’ প্রকৃতির সাপ।মা সাপ ৮-১৪ টি ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা বেড়িয়ে আসে।

এরা নির্বিষ এবং শান্ত প্রকৃতির সাপ। বিপদের আশংকা থাকলে গোখরো সাপেদের মত দেহের সম্মুখভাগ উঁচিয়ে ফণা তোলে (কোবরা মিমিক্রি)।

লেখা: প্রিতম সুর রয়

ছবি: Mandar Kulkarni, Darsh Kothari ও সংগৃহীত।

সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *