সবুজ দাঁড়াশ সাপ – Green Rat Snake

সবুজ দাঁড়াশ সাপ Green Rat Snake

বাংলা নাম : সবুজ দাঁড়াশ সাপ

ইংরেজী নাম : Green Rat Snake

বৈজ্ঞানিক নাম : Ptyas nigromarginata

সম্পূর্ণ নির্বিষ সবুজ দাঁড়াশ সাপ অন্যতম বিরল ও সুন্দর একটি সাপ। সবুজ দাঁড়াশ সাপ সাধারনত পাহাড় বা বনাঞ্চলে বেশি দেখা যায়।

অন্যান্য বাকি ক্ষেত্রেও দাঁড়াশ সাপ ও সবুজ দাঁড়াশ সাপ এর মিল রয়েছে।

চিকিৎসা: যেহেতু নির্বিষ সাপ তাই মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মাংসাশী হওয়ায় এর মুখে ব্যাকটেরিয়া থাকে যা দ্বারা ইনফেকশন হতে পারে। কামড়ের স্থানে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই চিন্তামুক্ত থাকা যায়। তবে সতর্কতার জন্য ডাক্তারের টিটেনাস ইনজেকশন নেওয়া উত্তম৷

লেখা: মো: দিদারুল আলম

ছবি: Lanchit Bhuiyan ও সংগৃহীত।

সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *