বাংলাদেশের সবচেয়ে দুর্লভ সাপগুলোর মধ্যে অন্যতম উদয়কাল সাপগুলি। এর বেশ কিছু প্রজাতি আছে।
এদের নামকরণ হয়েছে নেপালি Khukri নামক এক ধরনের ছুড়ির নাম থেকে৷ এই ছুড়ির দুই দিকেই ধার রয়েছে৷ তেমনই kukri সাপেদের দাঁতের দুই পাশেই ধার। অর্থাৎ এরা কামড় দিলে ছুড়ির মতো কেটে যায়৷।
নিচে বাংলাদেশে প্রাপ্ত উদয়কাল সাপগুলোর তালিকা দেওয়া হলো:
১.
বাংলা নাম : ক্যান্টরের উদয়কাল সাপ
ইংরেজী নাম : Cantor’s kukri snake
বৈজ্ঞানিক নাম : Oligodon cyclurus


ছবি: Saiful Islam Suzon, Mainu Maruf.
২.
বাংলা নাম : কালো দাগি উদয়কাল সাপ
ইংরেজী নাম : Black-barred kukri snake
বৈজ্ঞানিক নাম : Oligodon cinereus
প্রচলিত নাম: ধুসর বঙ্গরাজ, সাধারণ কালো দাগওয়ালা বঙ্গ রাজ বা কালো দাগি উদয় কাল। ইংরেজি নাম: Ashy kukri snake, Gunther’s kukri snake, Black barred kukri snake, golden kukri snake, Black cross barred kukri snake.

এটি Colubridae পরিবারের অন্তর্ভূক্ত।দেহ সচরাচর ৭৬-৯০ সেমি ও সর্বোচ্চ ৯৮ সেমি।দেহের উপরের আঁশ ধুসর বা লালচে-বাদামি ও তাতে সুস্পষ্ট কালো আড়াআড়ি ব্যান্ড রয়েছে।নিচের আশের রং ধুসর,বাইরের কিনারায় বর্গাকার ফোঁটা বা ছোপ রয়েছে। মাথার উপরের ছোপ গুলো স্পষ্ট,মাথার উপর ও নিচ পুরোপুরি বাদামি। এরা সম্ভবত সন্ধ্যাচারী। অবিষধর। টিকটিকি,ব্যাঙ,ইঁদুর, সরীসৃপ ইত্যাদি খায়। আবাস মুলত বনতল। সিলেট ও চট্টগ্রামের কোনো কোনো মিশ্রচিরসবুজ বনে কিছু এলাকা। বিরল প্রজাতি।


তথ্য: ইফতিকার মাহমুদ
ছবি: Tomal Gogol Yang ও সংগৃহীত।
৩.
বাংলা নাম : বাংলার উদয়কাল সাপ
ইংরেজী নাম : Bengalese kukri snake
বৈজ্ঞানিক নাম : Oligodon dorsalis

সিলেট ও চট্টগ্রামের মিশ্র চির সবুজ বনে কিছু এলাকায় এদের পাওয়া যায়।

এই ২য় ছবিটি শ্রীমঙ্গল, মৌলভীবাজার থেকে তোলা।

ছবি: Arindam Kishore ও সংগৃহীত।
৪.
বাংলা নাম : বলয় উদয়কাল সাপ
ইংরেজী নাম : Banded kukri snake
বৈজ্ঞানিক নাম : Oligodon arnensis


ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
৫.
বাংলা নাম : রাসেলের উদয়কাল সাপ
ইংরেজী নাম : Russell’s kukri snake
বৈজ্ঞানিক নাম : Oligodon taeniolatis

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
৬.
বাংলা নাম : মান্দালয় উদয়কাল সাপ
ইংরেজী নাম : Mandalay kukri snake
বৈজ্ঞানিক নাম : Oligodon Theobaldi


ছবি: ফেসবুক থেকে সংগৃহীত।
৭.
বাংলা নাম : কমলাবতী সাপ
ইংরেজী নাম : Red coral Kukri snake
বৈজ্ঞানিক নাম : Oligodon kheriensis
কমলাবতী সাপ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।
সকল সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।