বাংলা নাম : কমলাবতী সাপ
ইংরেজী নাম : Red coral Kukri snake
বৈজ্ঞানিক নাম : Oligodon kheriensis
এর প্রচলিত নাম এখনো পাওয়া যায়নি তবে অনুবাদকৃত নাম লাল প্রবাল কুকরি
বিষের ধরনঃ- নির্বিষ।
খাদ্য তালিকাঃ- কেচো, পিপঁড়ার ডিম ,লার্ভা,ছোটো ব্যাঙ।
অঞ্চল ও বাসস্থানঃ- ভারতের উত্তর প্রদেশের উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আসামের কোকরাঝাড় , ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ে ও নেপালের হিমালয় অঞ্চল এবং বাংলাদেশের সর্বোউত্তরের জেলা পঞ্চগড় ও ঠাঁকুরগাও অঞ্চলে পাওয়া যায়।
কমলাবতী হিমালয় অঞ্চলের পাদদেশে , তৃণভূমি , উর্বরভূমি, নাতিশীতোষ্ণ জলবায়ু এলাকায়, বনের প্রান্ত, গ্রামের ঝোপঝাড় এলাকা, বাড়ির চত্বর ,তবে সাপটি বেশিরভাগই বাংলাদেশের পঞ্চগড় জেলার বাঁশঝারের খাঁজে ,নরমমাটির নিচে বসবাস করে।

বর্ণনাঃ- এই সাপটি দেখতে উজ্জল কমলা ও লাল প্রবাল রঙের হওয়ায় এবং এই সাপের দাঁত দেখতে নেপালি গুর্খা (Ghurkhas) উপজাতীদের জনপ্রিয় কুকরি ছুড়ির (Curved Nepalese knife) মত । তাই এর নামকরন Red Coral Kukri. ১৯৩৬ সালে সর্বপ্রথম ভারতের উত্তরপ্রদেশের খেরি বিভাগে (Kheri Division) , লাখিমপুর জেলায় (Lakhimpur) এটি পাওয়া যায়। Indian herpetologist, M.N. Acharji ও H.C. Ray ১৯৩৬ সালে এই সাপ নিয়ে ও এই সাপের বাস্তুসংস্থান , সংরক্ষন নিয়ে গবেষনা করেন। Kheri Division এ পাওয়া যায় বলে এর বৈজ্ঞানিক নামকরন করেন Oligodon kheriensis. এইসাপের সম্মুখভাগে রোস্ট্রাল স্কেল থাকায় মাটি ভেদ করতে পারে। এরা নিশাচর । এরা oviparous অর্থাৎ ডিম পাড়ে । জানুয়ারী মাসে এদের বাচ্চা ফুটতে দেখা গেছে। বাংলাদেশে পাওয়ার পুর্বে কমলাবতী সাপ সারা পৃথিবীর মধ্যে ভারত ও নেপালে মাত্র ২০ থেকে ২২ বার পাওয়া গেছে।

বাংলাদেশে পাওয়ার বর্ননাঃ- ২০২১ সালের ফেব্রুয়ারী মাসের ৭ তারিখে পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ এলাকায় দেশের ১ম রেড কোরাল কুকরি সাপ ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এর ক্ষত এতটাই বেশি ছিলো যে নাড়িভুড়ি বের হয়ে গেছিলো এবং নয়টি সেলাই করতে হয়েছিলো। সাপটি নিয়ে গবেষনার পর ২০২১ সালের এপ্রিল মাসে Journal of Asia-Pacific Biodiversity সায়েন্টিফিক পত্রিকায় গবেষনালব্ধ ফলাফল প্রকাশিত হয়। এবং বাংলাদেশ সর্প তালিকায় ১০৩ তম সাপ হিসাবে অন্তর্ভুক্ত হয়। এখন পর্যন্ত বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে এই সাপটি ৪৫-৫০ বারের মত পাওয়া গেছে । সর্বশেষ ২০ জুন ২০২৩ তারিখে পাওয়া যায়। গত ২১ জানুয়ারী ২০২৩ তারিখে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলায় বাশঁঝাড়ের মাটি খনন করতে গিয়ে মা সাপ সহ ৮ টি রেড কোরাল কুকরি / কমলাবতী সাপের বাচ্চা উদ্ধার করা হয়।
তথ্য: WSRTBD ফেসবুক পেজ।
ছবি: মো: সহিদুল ইসলাম
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।