বাংলা নাম : হলুদ-ছাপ ঘরগিন্নি সাপ
ইংরেজী নাম : Twin Spotted Wolf Snake
বৈজ্ঞানিক নাম : Lycodon jara
প্রচলিত নাম- চিতিবোড়া, চালচিতি, চালবোড়া ইত্যাদি।
বিষের ধরন: নির্বিষ।
Twin Spotted Wolf Snake / Yellow speckled wolf snake সারাদেশেই কমবেশি দেখতে পাওয়া যায়।
খাদ্য তালিকা- প্রধান খাদ্য টিকটিকি। এছাড়া ছোট ব্যাঙ এবং আঁচিলা খেয়ে থাকে। এরা পাইথনের মত চেপে ধরে শিকারকে হত্যা করে শিকার করে।

মাথা চ্যাপ্টা যা ঘাড় থেকে বড় হয়ে থাকে। সামনের অংশ (Rostral scale) তুলনামূলক চওড়া। চোখ সম্পূর্ণ কালো, চোখের মনি উলম্বভাবে অর্ধগোলাকার। জিহ্বার রঙ গোলাপীভাব লাল। উপরের চোয়াল সাদা। পেট সাদা। দেহ চিকন। লেজ দেহের দৈর্ঘ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং শেষ প্রান্ত সূচালো। Dorsal scales মসৃণ আঁশযুক্ত (Smooth scales)। এরা সাধারণত ১২ ইঞ্চি থেকে ২০ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে।

এর ঘাড়ে সাদা বা হলুদ রঙের চ্যাপ্টা কলার ব্যান্ড রয়েছে। দেহ উজ্বল সবুজাভ কালচে বাদামি। অন্যান্য ঘরগিন্নির প্রজাতির মত এর দেহে ব্যান্ড নেই। ব্যান্ডের বদলে এর দেহের Dorsal scale-এ দুটি করে সবুজাভ হলুদ ছোপ দাগ থাকে।
চিকিৎসা: যেহেতু নির্বিষ সাপ তাই মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মাংসাশী হওয়ায় এর মুখে ব্যাকটেরিয়া থাকে যা দ্বারা ইনফেকশন হতে পারে। কামড়ের স্থানে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই চিন্তামুক্ত থাকা যায়। তবে সতর্কতার জন্য ডাক্তারের টিটেনাস ইনজেকশন নেওয়া উত্তম৷
লেখা: ফেরদৌস আলম
ছবি: BRCS ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।