1. Common Name: Spectacled Cobra.
Scientific Name: Naja naja.
বাংলা নাম: খৈয়া গোখরা
আঞ্চলিক নাম: গোমা, দুধিয়া গোমা, দুধ গহমা, আলদ, খরিস গোখরা, খৈয়া গোখরা, জাত সাপ, জাতি সাপ, খৈয়া জাইত, গুক্কু সাপ, খয়া গুক্ক।
বিষের ধরণ:- নিউরোটক্সিন & কার্ডিওটক্সিন।
প্রাপ্তিস্থান: রংপুর, রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল বিভাগের একাংশ, ময়মনসিংহ বিভাগের একাংশ।

2. Common Name: Monocled Cobra.
Scientific Name: Naja kaouthia.
বাংলা নাম: পদ্ম গোখরা
আঞ্চলিক নাম: মাছুয়া আলদ, ফানক, কাইল্লা ফানক, ফানস, কেউটে, হানক, আলাদ, জাতি সাপ, জাই সাপ, কালি জাত সাপ, ফুল জোহরা।
বিষের ধরণ: নিউরোটক্সিন।
প্রাপ্তিস্থান: বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া যায়।

3. Common Name: King Cobra.
Scientific Name: Ophiophagus hannah.
বাংলা নাম: শঙ্খচূড়
আঞ্চলিক নাম: রাজ গোখরা, রাজ জোহরা।
বিষের ধরণ: নিউরোটক্সিন, সাইটোটক্সিন।
প্রাপ্তিস্থান: চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম, সিলেটের বর্ডার অঞ্চল ও সুন্দরবনের গহীন অরণ্য।

4. Common Name: Common Krait .
Scientific Name: Bungarus caeruleus .
বাংলা নাম: পাতি কেউটে
আঞ্চলিক নাম: কালাচ, পাথরে কালাচ, কেউটে, কালাজ, কালান্তর, কালান্তরা, কালচিতি, ডোমনাচিতি, শাহ কানন, শিয়রচাঁদা, নিয়রচাঁদা, শাঁখাচিতি, চামরকোষা, বেছার, ভীমরাজ, ঘামচাটা ইত্যাদি।
বিষের ধরণ: নিউরোটক্সিন ।
প্রাপ্তিস্থান: রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগের একাংশ।

5. Common Name: Wall’s krait
Scientific Name: Bungarus walli .
বাংলা নাম: নেই।
আঞ্চলিক নাম: বেছার, মাছুয়া আলাদ, কালি দাঁড়াশ, কালো কানুনগো, শাহ কানুনগো, গোরাস
বিষের ধরণ: নিউরোটক্সিন।
প্রাপ্তিস্থান: চট্টগ্রাম (সন্দীপ উপজেলায় পাওয়া যায়), কক্সবাজার, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট বাদে সারা দেশ।

6. Common Name: Banded krait .
Scientific Name: Bungarus fasciatus .
বাংলা নাম: শঙ্খিনী/শাঁখামুটি সাপ
আঞ্চলিক নাম: পানিচিতি, দুমুখো সাপ, গালগোয়ালি সাপ, হাকানি, পইলদার সাপ, আনাইয়াপ, রাজা সাপ, সাপখেকো সাপ ইত্যাদি।
বিষের ধরণ: নিউরোটক্সিন।
প্রাপ্তিস্থান: সারাদেশেই কমবেশি পাওয়া যায়।

7. Common Name: Lesser black krait .
Scientific Name: Bungarus lividus .
বাংলা নাম: ছোট কৃষ্ণকালাচ
আঞ্চলিক নাম: বেছার, বেচ্ছার ।
বিষের ধরণ: নিউরোটক্সিন।
প্রাপ্তিস্থান: খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ অঞ্চল সহ ঢাকা অঞ্চলেও পাওয়া যায়।

8. Common Name: Greater black krait .
Scientific Name: Bungarus niger .
বাংলা নাম: বড় কৃষ্ণকালাচ
আঞ্চলিক নাম: কালান্তর, বেছার ।
বিষের ধরণ: নিউরোটক্সিন।
প্রাপ্তিস্থান: সিলেট, চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এদেরকে বেশি দেখা যায়। মূলত পাহাড়ি অঞ্চলে এদের বাস।

9. Common Name: Russell’s Viper .
Scientific Name: Daboia russelii .
বাংলা নাম: চন্দ্রবোড়া
আঞ্চলিক নাম: বলসাপ, পাহাড়ি সাপ
বিষের ধরণ: হেমোটক্সিন।
প্রাপ্তিস্থান: পদ্মা ও মেঘনার তীরবর্তী এলাকা রাজশাহী, পাবনা, নওগাঁ, চাপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, দিনাজপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালি, চাঁদপুর, লক্ষীপুর, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, শরিয়তপুরসহ ৬৪ জেলার মধ্যে ১৭/১৮ টি জেলায় পাওয়া যায়।

10. Common Name: Spot-tailed Pit Viper/Red Tailed Pit Viper .
Scientific Name: Trimeresurus erythrurus .
বাংলা নাম: দাগি লেজা সবুজ বোড়া
আঞ্চলিক নাম: গালটুবা, সবুজ বোড়া, গেছো বোড়া, কচুপাতা সাপ ।
বিষের ধরণ: হেমোটক্সিন।
প্রাপ্তিস্থান: সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সুন্দরবনে এদের দেখা যায়৷ এছাড়া গাজীপুর এবং নেত্রকোনার সুসং উপজেলায় পাওয়া গিয়েছে।

11. Common Name: Pope’s pit viper .
Scientific Name: Trimeresurus popeiorum .
বাংলা নাম: পপের লাল ফিতে সবুজ বোড়া
আঞ্চলিক নাম: নেই।
বিষের ধরণ: হেমোটক্সিন।
প্রাপ্তিস্থান: বিরলদর্শন সাপ৷ সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম৷

12. Common Name: MacClelland’s coral snake .
Scientific Name: Sinomicrurus macclellandi.
বাংলা নাম: ম্যাকক্লেল্যান্ডের প্রবাল সাপ
আঞ্চলিক নাম: নেই ।
বিষের ধরণ: নিউরোটক্সিন ।
প্রাপ্তিস্থান: বিরলদর্শন সাপ। সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল।

13. Common Name: Gore’s Coral Snake
Scientific Name: Sinomicrurus gorei
বিষের ধরণ: নিউরোটক্সিন
প্রাপ্তিস্থান: বিরলদর্শন সাপ। সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল।

14. Common Name: Heller’s Red-necked keelback .
Scientific Name: Rhabdophis helleri.
বাংলা নাম: লাল-ঘাড় ঢোড়া
আঞ্চলিক নাম: হাল্লাবো, অরল ।
বিষের ধরণ: নিউরোটক্সিন + নেফ্রোটক্সিন
প্রাপ্তিস্থান: ফেনী, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, নেত্রকোনার সুসং উপজেলা।

15. Common Name: Bindee Keelback
Scientific Name: Rhabdophis bindi .
বাংলা নাম: নেই ।
আঞ্চলিক নাম: নেই ।
বিষের ধরণ: নিউরোটক্সিন + নেফ্রোটক্সিন
প্রাপ্তিস্থান: বিরলদর্শন সাপ। সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল।

16. Common Name: Slender Coral Snake .
Scientific Name: Calliophis melanurus .
বাংলা নাম: সরু প্রবাল সাপ
আঞ্চলিক নাম: নেই ।
বিষের ধরণ: নিউরোটক্সিন
প্রাপ্তিস্থান: বিরলদর্শন সাপ। সিলেট এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল।

লেখা: Fardous Alam
Photo: Collected.
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।