জলপাইরঙা বেত আঁচড়া সাপ – Wall’s Bronzeback Tree Snake

জলপাইরঙা বেত আঁচড়া সাপ Wall's Bronzeback Tree Snake

বাংলা নাম : জলপাইরঙা বেত আঁচড়া সাপ

ইংরেজী নাম : Wall’s Bronzeback Tree Snake

বৈজ্ঞানিক নাম : Dendrelaphis cyanochloris

এর অপর ইংরেজী নাম হচ্ছে Green Bronzeback Tree Snake. এটি বাংলাদেশের অন্যতম দূর্লভ সাপেদের একটি। এরা অঞ্চলভেদে সুতানলি সাপ, বাঁশপাতালি, কঞ্চিয়া, জিংলাপোড়া ইত্যাদি নামে পরিচিত।

জলপাইরঙা বেত আঁচড়া লম্বা এবং চিকন দেহের অধিকারী সাপ। দেহের তুলনায় মাথা চ্যাপ্টা এবং বড়। চোখ বড় এবং চোখের মনি গোলাকার। বেত আঁচড়া সাধারণত ৪ থেকে ৪.৫ ফুট লম্বা হয়ে থাকে। তবে ৫.৫ পর্যন্ত লম্বা হতে পারে। লেজ চিকন এবং দীর্ঘ। স্ত্রী সাপ পুরুষ সাপের অপেক্ষা দীর্ঘ হয়ে থাকে।

বেত আঁচড়া Diurnal অর্থাৎ দিনে চলাচল এবং শিকার করে। Arboreal অর্থাৎ বেশিরভাগ সময় এরা গাছে থাকে। এদের দৃষ্টিশক্তি অসাধারণ। দ্রুত চলাচল করতে পারে।

এরা oviparous অর্থাৎ ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়।

চিকিৎসা: যেহেতু নির্বিষ সাপ তাই মানুষের জন্য ক্ষতিকর নয়। তবে মাংসাশী হওয়ায় এর মুখে ব্যাকটেরিয়া থাকে যা দ্বারা ইনফেকশন হতে পারে। কামড়ের স্থানে ভালোভাবে সাবান পানি দিয়ে ধুয়ে নিলেই চিন্তামুক্ত থাকা যায়। তবে সতর্কতার জন্য ডাক্তারের টিটেনাস ইনজেকশন নেওয়া উত্তম৷

লেখা: ফেরদৌস আলম

ছবি: Thailand National Park ও সংগৃহীত।

সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *