সবুজ ফণিমনসা – Green Cat snake

Green Cat snake সবুজ ফণিমনসা

বাংলা নাম : সবুজ ফণিমনসা

ইংরেজী নাম : Green Cat snake

বৈজ্ঞানিক নাম : Boiga cyanea

আবাসস্থল: সবুজ ফণিমনসা সাধারণত বাংলাদেশ, ভারত (আসাম, অরুণাচল,সিকিম,দার্জিলিং, পশ্চিমবঙ্গ, আন্দামান & নিকোবার দ্বীপপুঞ্জ), কলম্বিয়া, ভুটান, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড এবং ভিয়েতনামে এদের পাওয়া যায়।

এরা সাধারণত বৃক্ষবাসী কিন্ত কখনো কখনো খাবারের খোঁজে ভূমিতে নেমে আসে।

খাদ্য; এরা মৃদু বিষধর হওয়ায় খুব সহজেই শিকারের দেহে বিষ প্রয়োগ করে শিকারকে অবস করে ফেলতে পারে,ফলে এদের খাদ্য তালিকায় রয়েছে ব্যাঙ, ইঁদুর, টিকটিকি, ছোট পাখি ইত্যাদি।

চেনার উপায়; এরা সাধারণত মাঝারি থেকে লম্বা আকারের হয়ে থাকে। সাধারণত এদের Dorsal part (পিটের অংশ) টি সবুজ,সবুজ মিশ্রিত ধূসর বা সবুজ মিশ্রিত নীলাভ হয়ে থাকে। এবং ventral part ( পেটের দিকটি) টি সবুজ বা হলুদাভ সবুজ রং এর হয়ে থাকে।

এদের ঘাড় সরু হয়ে মাথাকে আলাদা করে।এদের চোখ সাধারণত বড়, সোনালী বাদামী বর্ণের, এবং মনি উলম্ব বরাবর লম্বা এবং কিছুটা ডিম আকৃতির হয়ে থাকে যাকে vertically elliptical pupil বলে।এদের prehensile tail (ঝুলে থাকার উপযোগী লেজ) বিদ্যমান যা তাকে পুরোপুরি বৃক্ষবাসী করে তোলে।

স্বভাব; সবুজ ফণিমনসাসাধারণত Nocturnal (নিশাচর) অর্থাৎ এরা রাতে বেশি সক্রিয় থাকে,খুব মৃদু স্বভাবের, অলস, এবং কাছে গেলে এরা পালানোর চেষ্টা করে না। এদের উত্তেজিত করা কঠিন। দিনে গাছের ডালে কুণ্ডলীবদ্ধ থাকে, কিন্তু রাতে সক্রিয়ভাবে শিকারের সন্ধান করে।মানুষের ছোয়া পেলে নিজের শরিরকে নিজে নিজে পেচিয়ে ধরে।

প্রজনন; এরা oviparous অর্থাৎ ডিম পারে। এরা মেটিং এর ৪২ – ৫০ দিনের মধ্যে ডিম পারে এবং শীতের শেষ হতে গ্রীষ্মের শেষ পর্যন্ত ৭ – ১৪ টি ডিম পারে।।

চিকিৎসা; এই সাপের বিষ মানুষের দেহে উল্লেখ যোগ্য কোন প্রভাব ফেলে না, তবে কামরের সাথে টিটেনাস ভ্যাকসিন নিতে হবে। তবে কিছু ক্ষেত্রে গৌণ সংক্রমণ হিসেবে কামড়ের স্থান ফুলে গিয়ে ব্যাথা হতে পারে।

লেখা: রকি দে

ছবি: Chandrima Bose ও সংগৃহীত।

সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *