বাংলা নাম : কাল নাগিনী
ইংরেজী নাম : Ornate flying snake
বৈজ্ঞানিক নাম : Chrysopelea ornata
কাল নাগিনী Colubridae পরিবারের অন্তর্ভূক্ত। দেহ সচরাচর ১.০-১.২ মি ও সর্বোচ্চ ১.৭৫ মি।বাচ্চা ২৬ সেমি। দেহ সবুজ থেকে হলদে সবুজ। পুরো দেহে কালো ব্যান্ড ও লাল দাগ পর্যায় ক্রমে চলে গেছে। দেহের নিচটা মসৃণ আঁশ গুলো ফ্যাকাশে সবুজ। ঈশৎ চ্যাপটা কালো মাথাতে হলুদে ব্যান্ড রয়েছে । চোখ বড় বড়।
দিবাচর। বিরক্ত হলে দেহ চ্যাপ্টা করে গ্লাইডিং করে অনেকটা দুরত্ব অতিক্রম করতে পারে ও পালিয়ে যায়।তবে উরতে পারেনা।

(সনাতন ধর্ম মতে দেবি মনসাকে সাহায্য করতে কালনাগিনি লক্ষিন্দরকে দংশন করে ও সতী বেহুলা দ্বারা অভিশাপ গ্রস্ত হয়।প্রকৃত পক্ষে সাপটির বিষ মানুষের জন্য কার্যকরি নয়।এর কামরে কখন ও কোনো মানুষের মৃত্যু হয়না।কেউ ব্যাক্তিগত ভাবে নিজের ধর্মানুভুতিতে আঘাত হিসেবে না নিয়ে সচেতনতা হিসেবে নিন।)
ব্যাঙ, গিরগিটি,ছোট পাখি খায়।বড়ো গাছ,অপ্রধান বন,চাষজমি, আবাস এলাকার পাশে ইত্যাদিতে থাকে।জুন ও জুলাইতে স্ত্রীরা ৬-১২ টি ডিম দেয় যা ৬৫-৮০ দিনে ফোটে।এদেশের চট্টগ্রাম সিলেট বিভাগের মিশ্র চিরসবুজ বন ও সুন্দরবন থাকে। বনভুমি না থাকাতে বর্তমানে অনেকটা দুর্লভ।

লেখা: ইফতিকার মাহমুদ
ছবি: Rohidas Mhasane, Ashiqur Rahman ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।