পূবের ফণিমনসা – Eastern Cat Snake

Eastern Cat Snake পূবের ফণিমনসা

বাংলা নাম : পূবের ফণিমনসা

ইংরেজী নাম : Eastern Cat Snake

বৈজ্ঞানিক নাম : Boiga gokool

বিষের ধরন- মৃদু বিষধর (মানুষের জন্য ক্ষতিকর নয়) খাদ্যতালিকা- ব্যাঙ, গিরগিটি,ইঁদুর ইত্যাদি।

বিবরন- পূবের ফণিমনসা colubridae পরিবারের অন্তর্ভূক্ত।। এরা নিশাচর এবং বৃক্ষচারী তবে মাঝে মধ্যে মাটিতে নামে। এদের Dorsal scale মসৃণ আঁশযুক্ত (Smooth scaled)। দেহ পৃষ্ট ও পার্শ্ব চাপানো। দেহের উপরটা হলদে-বাদামি। পিঠের দুপাশে ধারাবাহিক ভাবে গাঢ় বাদামি কালো ইংরেজি ওয়াই আকারে উলম্ব চিহ্ন থাকে। চিহ্ন গুলোর মাঝখানে হালকা কশেরুকার চিহ্ন রয়েছে। লেজের দিকে চিহ্ন গুলো অনুপস্থিত। দেহের নিচের দিকটা সাদাটে ও পেটের দুপাশের আঁশ গুলোতে বাদামি বা কালো ফোটা রয়েছে। মাথা ঘাড় থেকে আলাদা ও নাক গোলাকার। মাথায় তীরের মতো বাদামি বা কালো প্রান্ত বিশিষ্ট দাগ রয়েছে। ছেলে সাপগুলো লম্বায় ৫ ফুট আর মেয়ে সাপগুলো ছেলের থেকে একটু লম্বা হয়ে থাকে।স্ত্রী সাপ ৩-৮টি ডিম পাড়ে এবং ডিম পাড়ার ৬০-৭০ দিন পর ডিম ফুটে বাচ্চা বের হয়।

লেখা: সাঈদা বিনতে হোছাইন ছবি: Parag P. Shinde, Tirthankar Biswash

সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *