বাংলা নাম : মুখোসি পাইন্না সাপ
ইংরেজী নাম : Puff-faced water snake
বৈজ্ঞানিক নাম : Homalopsis buccata
মুখোশপরা পানি সাপ বা Masked water snake নিশাচর ও মৃদুবিষধর সাপ।

মুখোসি পাইন্না সাপ Homalopsidae পরিবারের অন্তর্ভূক্ত। দেহ মোটাসোটা ও কিছুটা চ্যাপ্টা দেহ। দেহ সচরাচর ০.৮ মি ও সর্বোচ্চ ১.২ মি। সদ্যপ্রসূত বাচ্চা ২৩ সেমি।চওড়া বাদামি মাথা ও চোখের উপর গাঢ় ডোরা।মাথার উপরে একটি ইংরেজি ভি আকারের দাগ ও নাকের উপর আরেকটি উল্টা ভি আকারের দাগ থাকে।উপরটা বাদামি বা ধূসর ও তাতে অস্পষ্ট ডোরা থাকে।নিচটা সাদা বা হলদে,দু’পাশ জুড়ে গাঢ় বাদামি ফোঁটা।লেজেও বাদামি ফোঁটা থাকে।

মাছ ও ছোট ব্যাঙ খায়।সারাবছর প্রজনন করে তবে অক্টোবর নভেম্বরে বেশি প্রজনন করে। স্ত্রীরা বাচ্চা প্রসব করে ২-১০ টি করে। দেশের উত্তর পূর্বাঞ্চল সিলেট বিভাগের জলাশয়। তুলনা মূলক বিরল ও তথ্য অপ্রতুল।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।