বাংলা নাম : মেটে/মাইট্টা সাপ
ইংরেজী নাম : Smooth Scaled water snake
বৈজ্ঞানিক নাম : Enhydris enhydris
প্রচলিত নাম- মেটে, মাইট্যা, পাইন্যা, পানি সাপ, মেটুলি, মেটেলি বিষের ধরন: মৃদু বিষধর খাদ্য তালিকা- প্রধানত মাছ খেয়ে থাকে। এছাড়াও ব্যাঙ এবং ছোট স্তন্যপায়ী প্রাণীও খায়। অঞ্চল- সারাদেশে পুকুর, খাল-বিল, নদী, ধানখেত প্রভৃতি মিঠা পানির জলাশয়ে একে দেখতে পাওয়া যায়।

বর্ণনা- মেটে সাধারণত ধূসর, বাদামি বা সবুজাভ বাদামি রঙের হয়ে থাকে। মাথা এবং ঘাড় দেহের তুলনায় বেশি জলপাইরঙা হয়ে থাকে। দেহ মাথা এবং লেজের তুলনায় অনেক মোটা। লেজের দিকটা হঠাৎ করে চিকন হয়ে গেছে। মাথা চারকোনা শেইপের এবং ঘাড় থেকে কিছুটা চ্যাপ্টা। দেহের তুলনায় মাথা ছোট হয়ে থাকে। চোখ ছোট। চোখের মনি উলম্বভাবে (Vertically) উপবৃত্তাকার (Elliptical)। মাথা থেকে দুটি হালকা রঙের স্ট্রিপ ভার্টিব্রাল লাইনের (vertebral line) দুই পাশ দিয়ে লেজ পর্যন্ত চলে গিয়েছে। স্ট্রিপ দুটি মাথায় এসে মিলিত হয়েছে। শরীরে কোন ব্যান্ড নেই। পেট সাদা বা হলুদাভ সাদা রঙের হয়ে থাকে। ভেন্ট্রোলেটারাল বরাবর বাদামি স্ট্রিপ লেজ পর্যন্ত চলে গেছে। অনেক সময় Ventral scales এর মাঝ দিয়ে কালো ডটের সারি থাকে। Dorsal scales মসৃণ আঁশযুক্ত (Smooth scale)। লম্বায় ২ থেকে ২.৫ ফুট পর্যন্ত হয়ে থাকে।

চিকিৎসা- মেটে রেয়ার ফ্যাং যুক্ত মৃদু বিষধর সাপ। মৃত্যু ঝুকি নেই। কামড়ালে আক্রান্ত স্থান ফুলে যাওয়া, ব্যথা করার মত উপসর্গ দেখা দিতে পারে৷ আক্রান্ত স্থান অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হবে। লেখা: WSRTBD ফেসবুক পেজ ছবি: Md Rakib Hossen ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।