বাংলা নাম : খয়েরী ফণিমনসা
ইংরেজী নাম : Tawny Cat Snake
বৈজ্ঞানিক নাম : Boiga ochracea
বিষের ধরন: Mildly venomous (মৃদু বিষধর) খাদ্য: গিরগিটি, ব্যাঙ, গেছো ইঁদুর, কাঠবিড়ালি, পাখি এমনকি অন্য সাপও শিকার করে থাকে।

বিবরণ: লালচে ধূসর বা খয়েরী রঙের সাপগুলোর পেটের দিকটি খয়েরী বা হলুদাভ সাদাটে। মাথা ত্রিকোণাকার, চোখ সোনালি-বাদামি রঙের এবং চোখের মনি উলম্ব। মাঝারি শরীরের তুলনায় লেজটি তুলনামূলক বড়। দৈর্ঘ্যে ১১৫-১৯০ সে.মি.। খুব শান্তশিষ্ট স্বভাবের ফণিমনসারা মুলত নিশাচর ও বৃক্ষবাসী। শিকারের জন্য মাটিতে নামে। মানুষের উপস্থিতিতে তেমন বিরক্ত হয় না। পিঠের আঁশ মসৃণ।

প্রজনন: এরা Oviparous অর্থাৎ মা সাপ ডিম পেড়ে বাচ্চা দেয়। শীতের শেষে ও গ্রীষ্মের শুরু এদের প্রজনন ঋতু। স্ত্রী সাপ ৭-১৪ টি ডিম পারে।
বাসস্থান: আমাদের দেশের উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব, পূর্ব বনাঞ্চল ও সুন্দরবনে এদের দেখা যায়। দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কিছু দেশে এদের দেখা যায়।
লেখা: রেজা-উল করিম রাকিব
ছবি: Vivek Sharma, Krishna Khan, MD Zubaidur Rahman Mahady
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।