ক্ষেতমেটে – Banded racer

ক্ষেতমেটে Banded racer

বাংলা নাম : ক্ষেতমেটে

ইংরেজী নাম : Banded racer

বৈজ্ঞানিক নাম : Platyceps plinii

ক্ষেতমেটে বাংলাদেশের অন্যতম বিরল প্রজাতির নির্বিষ সাপ। অনেকে একে দাড়াশের সাথে গুলিয়ে ফেলে।তবে জুবেনাইল অবস্থায় এদের গায়ে দাগ দেখা গেলেও বড় হতে হতে দাগ গুলো ঝাপসা হতে থাকে।

এদের নামের সাথে গতির অনেক মিল আছে।সাপ গুলো মাটিতে খুব দ্রুত চলাফেরা করতে পারে।

বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে এদের দেখতে পাওয়া যায়। এরা সাধারনত কৃষিক্ষেত্রের আশেপাশে শুষ্ক অঞ্চলে বাস করে।

খাদ্য হিসেবে এরা ছোট টিকটিকি,ব্যাঙ খেয়ে থাকে।এরা দিবাচর প্রাণী। ঝোপঝাড়ের কাছাকাছি, ইঁদুরের গর্তে, পাথরের স্তূপ এবং ঘন ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে পছন্দ করে।

লেখা: কৌশিক দত্ত

ছবি: Zeev Nitzan Ginsburg , Hemant Todkar ও সংগৃহীত।

সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *