সরু প্রবাল সাপ – Slender Coral Snake

সরু প্রবাল সাপ Slender Coral Snake

বাংলা নাম : সরু প্রবাল সাপ

ইংরেজী নাম : Slender Coral Snake

বৈজ্ঞানিক নাম : Calliophis melanurus

বিষের ধরনঃ- সরু প্রবাল সাপ নিউরোটক্সিন বিষ সমৃদ্ধ। এর প্রভাবে নার্ভ ড্যামেজ হয়ে যায়।

খাদ্য তালিকাঃ- পুঁয়ে সাপ,উইঁপোকা, পোকার ডিম,অন্যান্য ছোট সরীসৃপ।

বাসস্থান ও অঞ্চলঃ- বাংলাদেশ,ভারত, শ্রীলংকায় দেখা যায়।

বর্ণনাঃ- এদের শরীর বাদামী রঙের।শরীরের গড় দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার আর সর্বোচ্চ ৫৭ সেন্টিমিটার।এদের লেজের গোড়ার কাছে কালো বলয় আছে। এদের মুখ তুলনামূলক ছোট হওয়ায় সহজে বড় শিকারকে কামড়াতে পারে না।চোখ ছোটো এবং সম্পুর্ন কালো। এরা Ovioarous।মা সাপ ২-৬টি ডিম পাড়ে ও ডিম ফুটে বাচ্চা বের হয়।এরা nocturnal অর্থাৎ রাতে শিকার করে।\n

বিষক্রিয়ার লক্ষনঃ- স্লেসরু প্রবাল সাপ কামড় দিলে টোসিস বা শিবনেত্র, নেক ব্যান্ড বা ঘাড় বেঁকে যাবে, নিশ্বাস নিতে অসুবিধা হবে, কথা বলতে বা চোখে দেখতেও অসুবিধা হবে। কানে স্বাভাবিকের চেয়ে কম শোনা যাবে। ঘুম ঘুম ভাব আসবে, মুখের পেশি অসাড় হয়ে যাবে, কোনোকিছু চিবাতে না পারা, বুকে ব্যথা,রোগি কাউকে চিনতে পারবে না,এমনকি আপন মা-বাবাকেও নাহ।

চিকিৎসাঃ- এরা খুবই শান্ত আর মুখ ছোট হওয়ায় সাধারনত কামড়ায় না। যদি কামড় দেয়,তাহলে দ্রুত নিকটস্থ সদর হাসপাতাল অথবা সরকারি মেডিক্যাল কলেজে নিয়ে যেতে হবে।

লেখা: সাঈদা বিনতে হোসাইন

ছবি: Nikhil Shirgaonkar, Rahul Salunkhe ও সংগৃহীত।

সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *