বিন্দি কিলব্যাক – Bindee Keelback

বিন্দি কিলব্যাক Bindee Keelback

বাংলা নাম : বিন্দি কিলব্যাক

ইংরেজী নাম : Bindee Keelback

বৈজ্ঞানিক নাম : Rhabdophis bindi

এই সাপের ‘বিন্দি’ নাম দেওয়া হয়েছে এর ঘাড়ের লাল দাগের কারণে, যা নারীদের কপালে পরা লাল টিপ / বিন্দির মতো দেখতে।

এদের প্রধান খাদ্য ব্যাঙ, টিকটিকি, এ জাতীয় ছোট প্রাণী।

বিন্দির পিঠের রং গাঢ় বাদামি, যার মাঝে হালকা দাগ আছে। ঠোঁটের অংশ হালকা বাদামি আর কালো প্রান্ত দিয়ে ঘেরা। চোখের নিচে এবং চোখের পিছন থেকে চোয়াল পর্যন্ত দুটি মোটা কালো রেখা আছে। পিঠের মাঝ বরাবর সাদা দাগের সারি আছে, যা লেজের দিকে ক্রিম রঙের হয়ে যায়। ঘাড়ে একটি লাল হীরার মতো চিহ্ন আছে। পেটের দিকটা সাদা রঙের, কিনারায় কালো দাগ আছে। লেজের নিচের অংশ হলুদাভ।

বাংলাদেশে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল আর লাওয়াছড়া জাতীয় উদ্যানেও পাওয়া যায়। আগে চট্টগ্রামের কাপ্তাইতেও দেখা গেছে।

এই সাপ মূলত নিচু জমির চিরসবুজ জঙ্গলে থাকে। বাঁশঝাড়, গাছের বাগান, এবং গ্রামের বাগানেও দেখা যায়। জানুয়ারি থেকে মার্চ মাসে শুকনা মৌসুম থাকে। ছড়ার পাশে পাওয়া যায়, বিশেষ করে পানি জমে থাকা গভীর জায়গায়।

শুকনা মৌসুমে এরা ছড়ার পাড়ে জমা পাতার নিচে আশ্রয় নেয়। মে-জুন মাসে ভারী বৃষ্টির সময় পানি জমা থাকা ঢালু জায়গায় চলে যায়। দিনের বেলায় সক্রিয় থাকে।

এদের প্রজনন মৌসুম মে মাসে হয়। স্ত্রী সাপ ডিম পারে।

ছবি: সংগৃহীত।

সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।

অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *