বাংলা নাম : জোরস্ কোরাল সাপ
ইংরেজী নাম : Gore’s Coral Snake
বৈজ্ঞানিক নাম : Sinomicrurus gorei
আগে জোরস্ কোরাল সাপকে MacClelland’s Coral Snake এর একটি সাবস্পিসিজ হিসেবে মনে করা হলেও সর্বশেষ গবেষণায় এটি নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটি উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশে পাওয়া যায়।
বৈজ্ঞানিক আবিষ্কার – ঔপনিবেশিক যুগের একজন ব্রিটিশ ভারতীয় চিকিৎসক ডা: গোরের নামানুসারে প্রজাতিটির নামকরণ করা হয়েছে।
খাদ্য- এরা কীটপতঙ্গ, উইপোকা, উইপোকার ডিম টিকটিকি, ব্যাঙ, খেয়ে থাকে।

শারিরীক বৈশিষ্ট্য – এরা আকারে খুব ছোট হয়ে থাকে। মেল সাপের তুলনায় ফিমেল সাপ সাইজে বড় হয়ে থাকে। প্রাপ্ত বয়স্ক মেল সাপের দৈর্ঘ্য ২০৮- ২৩২ মি.মি. এবং ফিমেল সাপের দৈর্ঘ্য ২১৯- ২৪২ মি.মি. পর্যন্ত হয়ে থাকে।
আচরণ ও স্বভাব – এরা নিশাচর। তাই দিনের বেলা এদের দেখা পাওয়া যায় না। রাতেই বেশি সক্রিয় থাকে।এই সাপ গুলা বেশির ভাগই খুব অধরা। বাংলাদেশে এদের খুব কম দেখা যায়। কারন এরা তাদের বেশির ভাগ সময় মাটির নিচে বা বনের মাটিতে পাতার নিচে লুকিয়ে থাকে। তাই তাদের আচরণ সম্পর্কে তেমন কোন ধারণা নাই।তবে এরা খুবই শান্ত প্রকৃতির সাপ।
বাসস্থান ও আবাসস্থল – ভারত, নেপাল,বাংলাদেশ, ভুটান, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীন।
এরা ঝোপঝাড়, বনভূমি, তৃণভুমি এবং কৃষিজমিতে বসবাস করে। এরা বাসস্থানের জন্য শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চলগুলি বেশি পছন্দ করে।
বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এদের দেখা যায়।
প্রজনন – এরা অভিপ্যারাস প্রকৃতির সাপ। মা সাপ ডিম পাড়ে। এরা ৩ টা পর্যন্ত ডিম পেড়ে থাকে।

বিষের ধরন – এরা প্রচন্ড বিষধর প্রকৃতির সাপ। এদের বিষে নিউরোটক্সিন রয়েছে। তবে এরা প্রচন্ড বিষধর হলেও এদের কামড়ের রেকর্ড নাই। কারণ এরা সাধারণত কম জনবহুল এলাকায় বসবাস করে। তাই মানুষের সংস্পর্শে কম আসে। তাছাড়া এরা সহজে কামড়ায় না, মানুষ দেখলে ভয়ে পালিয়ে যায়। তবে নিজেকে ক্ষতির সম্মুখীন মনে করলেই কামড় দেয়। এরা কামড় দিলে সাথে সাথে হাসপাতালে নিয়ে যেতে হবে এবং এন্টিভেনম দিতে হবে।
কামড়ের লক্ষন – জোরস্ কোরাল সাপ এর কামড়ে দেহ অবশ হয়ে আসে, কথা বলতে সমস্যা হয়, শ্বাসকষ্ট, চোখে ঝাপসা দেখা যায়।
লেখা: রুমা দাশ ( টুম্পা)
ছবি: Vivek R. Sharma, Mohammed Ismail Ali ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।