বাংলা নাম : পাতি ফণিমনসা
ইংরেজী নাম : Common Indian cat snake
বৈজ্ঞানিক নাম : Boiga trigonata
মৃদু বিষধর সাধারণ ফণিমনসা/পাতি ফণিমনসা colubridae পরিবারের অন্তর্ভূক্ত। দেহ ছিপছিপে ও পার্শ্ব চাপানো। দেহ সচরাচর ১ মি এর কম ও সর্বোচ্চ ১.২৫ মি।বাচ্চা ২৫ সেমি হয়। লেজ দেহের তুলনায় লম্বা। দেহের উপরটা হলদে থেকে ধূসর বাদামি যার উপর হালকা ধূসর রঙের আঁকাবাকা দাগ থাকে। দেহের নিচটা সাদা বা ধূসর। মাথা ঘাড় থেকে আলাদা ও চোখ বড় বড় । মাথায় ফ্যাকাশে ইংরেজি ওয়াই আকৃতির চিহ্ন থাকে। নিশাচর ও বৃক্ষচারি। দিনের বেলা কুন্ডলি পাকিয়ে থাকে।

ব্যাঙ, গিরগিটি,ইদুর, পাখি,ডিম এসব খায়।বনজঙ্গল,ঝোপঝাড়, গাছপালা, উদ্যানে থাকে। আগস্ট থেকে অক্টোবরে স্ত্রী গর্তে বা গাছের কোঠরে ৩-১০ টি ডিম পাড়ে যা ৩৫-৪৩ দিনে ফোটে। চট্টগ্রাম চিরসবুজ বনে ও উত্তর পূর্বাঞ্চলে পাওয়া যেত। বর্তমানে অনেক দুর্লভ।

লেখা: ইফতিকার মাহমুদ
ছবি: Mayuresh Kulkarni ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।