বাংলা নাম : বাংলার ফণিমনসা
ইংরেজী নাম : Dog-toothed cat snake
বৈজ্ঞানিক নাম : Boiga cynodon
বাংলার ফণিমনসা Bangle Cat Snake বা বঙ্গীয় ফণিমনসা নামেও পরিচিত।
বিষের ধরন -মৃদু বিষধর(মানুষের জন্য ক্ষতিকর নয়।)
খাদ্যতালিকা -ছোট পাখি ও ডিম,লিজার্ড ও ছোট বাদুড় খেয়ে থাকে তবে গিরগিটি, ইঁদুর, কাঠবিড়ালিও মাঝে মাঝে শিকার করে।।

বিবরণ -এটি Colubridae পরিবারের অন্তর্ভুক্ত। ফণিমনসা প্রজাতিগুলোর মধ্যে এরা সব থেকে বড় হয়ে থাকে।একটি পূর্ণ বয়স্ক সাপ ২ মিটার বা সাড়ে ৬ ফিট পর্যন্ত লম্বা হতে পারে। হালকা বাদামি শরীরের উপর কালচে ক্রস দাগ রয়েছে।শরীরের নিচের দিকটা হলদেটে হয়ে ধীরে ধীরে হালকা রঙের হয়ে গেছে।কিছু কিছু কালচে শরীরের সাপও দেখা যায়।বয়সের সাথে এদের রঙের তারতম্য ঘটে। অনেক দেশে পোষা সাপ হিসেবে এরা খুব পরিচিত। চোখের পিছনে একটি কালো দাগ আছে।দেহে কালো ব্যান্ড আছে।ভেন্ট্রাল সাদাটে।এরা Oviparous অর্থাৎ মা সাপ ডিম পেড়ে বাচ্চা দেয়।এরা ৬ থেকে ১২ টি ডিম পাড়ে।

লেখা: সাঈদা বিনতে হোছাইন
ছবি: Mayuresh Kulkarni ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।