বাংলা নাম : চোখী ফণিমনসা
ইংরেজী নাম : Eyed Cat Snake
বৈজ্ঞানিক নাম : Boiga siamensis
বিষের ধরন-মৃদু বিষধর (মানুষের জন্য ক্ষতিকর নয়)
খাদ্যতালিকা-ব্যাঙ, গিরগিটি,ইঁদুর ইত্যাদি।
বিবরন-এটি colubridae পরিবারের অন্তর্ভূক্ত।। এরা নিশাচর এবং বৃক্ষচারী।এদের Dorsal scale মসৃণ আঁশযুক্ত (Smooth scaled)।ছেলে সাপগুলো লম্বায় ৬ ফুট আর মেয়ে সাপগুলো ছেলের থেকে একটু লম্বা হয়ে থাকে।স্ত্রী সাপ ৬-১২টি ডিম পাড়ে।

লেখা: সাঈদা বিনতে হোছাইন ছবি: Rasel Debvarma, Tirthankar Biswash ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।