বাংলা নাম : লাউডগা
ইংরেজী নাম : Variable Colored vine snake
বৈজ্ঞানিক নাম : Ahaetulla anomala
প্রচলিত নামঃ- লাউডগা, সুতানালী, জিংলাপোড়া, বাঁশপাতালি, উড়ুক্কু সাপ, পঙখীরাজ সাপ । বিষের ধরনঃ- মৃদু বিষধর (হিমোটক্সিন)। খাদ্য তালিকাঃ- সাধারণত লিজার্ড, ব্যাঙ, ইঁদুর, ছোট পাখি খেয়ে থাকে। বাসস্থান ও অঞ্চলঃ- দেশের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলে দেখতে পাওয়া যায়। এরা সাধারণত গাছ, ঝোপঝাড়, বাঁশঝাড়ে বসবাস করে।বিভিন্ন সবজির মাচায় লুকিয়ে থাকতে পছন্দ করে।

বর্ণনাঃ- দেহ চাবুকের মত চিকন এবং লম্বা। দেহের রঙ সাধারণত হালকা সবুজ, বাদামি বা হলুদাভ সবুজ রঙের হয়ে থাকে।
A. anomala একটি sexually dichromatic সাপ, অর্থাৎ এদের Male এবং Female সাপের রঙ আলাদা হয়। পুরুষ সাপ সবুজ এবং স্ত্রী সাপ বাদামি রঙের হয়ে থাকে। উভয় লিঙ্গের Dorsal body-তে ব্যান্ডের মত প্যাটার্ন আছে যা দেহের মধ্যভাগ পর্যন্ত থাকে।
মাথা লম্বা এবং অগ্রভাগ সুচালো। মাথা ঘাড় থেকে চওড়া। চোখ ডিম্বাকার এবং চোখের মনি আনুভূমিক (Horizontal)। Upper labials হলুদাভ (cream colour)। Upper labials-এর উপরের অংশ দিয়ে একটা কালো দাগ চোয়ালের শেষ পর্যন্ত চলে গেছে যা চোখকে স্পর্শ করে। সাধারণত মাথার উপরের স্কেলে কালো বা বাদামি প্যাটার্ন লক্ষ করা যায়। স্ত্রী সাপের প্যাটার্ন বাদামি এবং পুরুষ সাপের প্যাটার্ন কালো হয়ে থাকে। ventral স্কেলের দুই পাশ দিয়ে এক জোড়া সাদা বা হলুদাভ স্ট্রিপ লেজের মাঝ পর্যন্ত চলে গেছে। সাধারণত Ventral বডিতে কালো কালো ডট থাকে।
এরা সাধারণত ৫ ফুটের মত লম্বা হয়ে থাকে।
ডর্সাল স্কেল মসৃণ আঁশযুক্ত (smooth scale)।
লাউডগা ovoviviparous snake অর্থাৎ এরা ডিম না পেড়ে শরীরের মধ্যকার ডিম্বকনালীতে সংরক্ষিত রাখে। নির্দিষ্ট সময় পর অনিষিক্ত ডিম সহ বাচ্চা প্রসব করে। স্ত্রী সাপ সাধারণত বর্ষাকালে ৪ থেকে ১০টি বাচ্চা প্রসব করে থাকে।

চিকিৎসাঃ- লাউডগা রেয়ার ফ্যাং বিশিষ্ট সাপ। অর্থাৎ ৪+ ম্যাক্সিলারি দাঁতের পর এদের বিষদাঁত থাকে। তাই সহজে এরা বিষ ইনজেক্ট করতে পারে না। বিষ ইনজেক্ট করতে হলে কিছু সময় কামড়ে ধরে চাবাতে হয়।
এছাড়া এদের বিষগ্রন্থি সুগঠিত নয়। তাই এরা প্রাণঘাতী বিষধর সাপের মত পর্যাপ্ত বিষ ইনজেক্ট করতে পারে না। আর এদের বিষও মানুষকে মারার মত শক্তিশালী নয়।
এদের বিষে র্যাশ, ফুলে যাওয়া, ব্যথা করার মত উপসর্গ দেখা যায়। আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট বা অ্যালার্জি থাকলে সমস্যা বেশি হতে পারে।
মৃদু বিষধর সাপের দ্বারা আক্রান্ত হলে আক্রান্ত স্থান অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার উপসর্গ অনুযায়ী চিকিৎসা প্রদান করবে।
লেখা: WSRTBD ফেসবুক পেজ
ছবি: Md Shohidul Islam, Vivek Sharma ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।