বাংলা নাম : ইন্দোচিনা দাঁড়াশ সাপ
ইংরেজী নাম : Indochinese Rat Snake
বৈজ্ঞানিক নাম : Ptyas Korros
বিষের ধরন : সম্পুর্ন নির্বিষ (Non Venomous)
খাদ্য তালিকা : ইন্দোচীনা দাঁড়াশ একটি Diurnal Snake অর্থাৎ এরা দিনে চলাচল অথবা শিকার করে । এদের প্রধান খাদ্য মূলত ইদুর তবে ইদুর ছাড়াও এরা ব্যাঙ, টিকটিকি , লিজার্ড সহ বিভিন্ন পোকা মাকড় খেয়ে থাকে ।
অঞ্চল : চট্টগ্রাম, কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রাম৷ এর বাইরে সিলেট বিভাগেও থাকার সম্ভাবনা রয়েছে তবে এখনো কোনো রেকর্ড পাওয়া যায় নি।

বর্ণনা: ইন্দোচিনা দাঁড়াশ সাপ, যা সাধারণত চীনা র্যাটস্নেক বা ইন্দো-চীনা র্যাটস্নেক নামে পরিচিত । দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থানীয় Colubridae ( কলুব্রিডি )পরিবারের সাপের একটি প্রজাতি।
দেহের উপরের অংশ বাদামি বা জলপাই রঙের। শরীরের পশ্চাৎভাগ এবং লেজের উপরিভাগ প্রায়ই হলুদ এবং কালো প্রান্তযুক্ত আশে আবৃত। নিচের অংশ হলুদ । অপ্রাপ্ত বয়স্ক সাপেদের দেহে সাদা ব্যান্ড বা স্পট থাকে । এদের জিহ্বা কালো বা নীলচে রঙের । ডর্সাল স্কেল Smooth Or Weakly keeled ( মসৃণ অথবা সামান্য অমসৃণ)ধরনের । এ প্রজাতি গড়ে ১২০-১৫০ সেমি লম্বা হয়ে থাকে তবে কিছু কিছু ক্ষেত্রে ১৮০ সেমি পর্যন্ত লম্বা হতে পারে । এদের চোখ তুলনামুলক ভাবে বড় । এই সাপের মাথা সরু ডিম্বাকৃতি থেকে সামান্য ত্রিভুজাকার হয় । শরীর সরু ও লেজ লম্বা হয়ে থাকে ।
এরা Diurnal অর্থাৎ এরা সাধারনত দিনে চলাচল ও শিকার করে । তবে এই না যে এরা রাতে চলাচল করে না । খাদ্যের প্রয়োজনে রাতেও গোয়াল ঘর অথবা বসতবাড়িতে ঢুকে যেতে পারে । এরা একটি অর্ধগেছো বা Semi Arboreal সাপ অর্থাৎ এরা গাছেও থাকতে পারে । অনেক সময় এদেরকে গাছে বিশ্রাম করতে দেখা যায় । পাশাপাশি এরা ভালো সাঁতারু ও বটে। এরা সাঁতার কাটার সময় দেহ পানির নিচে রেখে পানির উপর মাথা উচিয়ে সাঁতার কাটে।
এরা Oviparous প্রজাতির সাপ অর্থাৎ এরা ডিম দেয় এবং ডিম ফুটে বাচ্চা বের হয় । এদের মেটিং সিজন মূলত মে – জুন মাস । তবে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন এর ফলে মেটিং সিজনের পরিবর্তন হতে পারে । এরা সাধারণ ৬-১৪ টি ডিম পাড়তে পারে এবং ডিম থেকে বাচ্চা ফুটতে ৪৫-৫৫ দিন পর্যন্ত সময় লাগে । সদ্য পরিস্ফুট বাচ্চা সাধারণত ২৫ সেমির মত লম্বা হয়ে থাকে।

চিকিৎসা: এরা শান্ত প্রকৃতির সাপ তবে ভয় পেলে বা বিপদের সম্মুখীন হলে আক্রমণ ও কামড় দিতে পারে । যেহেতু এরা নির্বিষ সাপ তাই এদের বিষ গ্রন্থি বা বিষদাঁত নেই । তাই এরা মানুষের জন্য ক্ষতিকারক নয় । তবে মাংসাশী হওয়াতে এদের স্যালাইভা তে ব্যাকটেরিয়া থাকে এবং যা দ্বারা ইনফেকশন হতে পারে । তাই কামড় দিলে আক্রান্ত স্থান সাবান বা এন্টিসেপটিক দিয়ে ভালো ভাবে ধুয়ে ফেললে চিন্তা মুক্ত থাকা যায় । তবে বাড়তি সতর্কতা হিসেবে টিটেনাস ব্যবহার করা উত্তম।
লেখা: মোহাম্মাদ মেহেদী হাসান, লার্নিং ব্যাচ-৭, WSRTBD
ছবি: Parag P. Shinde ও সংগৃহীত।
সাপ সম্পর্কে বিষদে জানতে ও নিকটবর্তী রেসকিউয়ারের সাথে যোগাযোগ করতে আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন।
অন্যান্য সাপ সম্পর্কে জানতে ক্লিক করুন।